‘সৌর বিদ্যুতে এবার চলছে সেচ পাম্প’ – MICRO SOLAR ENERGY
Responsive image
Article

‘সৌর বিদ্যুতে এবার চলছে সেচ পাম্প’

সৌর-বিদ্যুতে-এবার-চলছে-স

https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9A-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA/a-18596101

সৌর বিদ্যুতে শুধু বাতি, ফ্যান বা মোবাইল ফোনে চার্জ দেয়া নয়, চলছে সেচ পাম্পও৷ এতে করে প্রতিদিন ১৫ লাখ গ্যালন পানি উঠছে৷ কুষ্টিয়া, রংপুর ও দিনাজপুরে চলছে এই ‘ইরিগেশন পাম্প’৷

শান্তিতে নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সহ-উদ্যোক্তা এবং ‘বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন’ বিএসআরইএ-এর সভাপতি ও ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন বিজিইএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল বড়ুয়া ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষৎকারে জানিয়েছেন বাংলাদেশে সৌর বিদ্যুতের আদ্যপান্ত৷

‘সোলার হোম সিস্টেম’-এর এই জনক জানান, প্রাথমিকভাবে এই প্রকল্প সফল হয়েছে৷ অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সকল সেচ পাম্প চলবে সৌরবিদ্যুতে৷

সৌরশক্তিকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ড. বড়ুয়া ইতিমধ্যে নানান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷ তিনি বলেন, ‘‘কৃষি প্রধান দেশ বাংলাদেশে কয়েক লাখ ‘ইরিগেশন পাম্প’ চলে৷ এগুলোর অধিকাংশই ডিজেল চালিত৷ তবে কিছু কিছু বিদ্যুতেও চলে৷ বলা বাহুল্য, এগুলো ডিজেলে চললে কালো ধোয়া বের হয়, ব্যয় হয় প্রচুর অর্থের৷

আর ইরিগেশন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ দেয়া হয় সেচ পাম্পে৷ ফলে দেশে তখন বিদ্যুতের ঘাটতি দেখা দেয়ষ৷ কিন্তু এই পাম্পগুলো সোলারে চললে অর্থের অপচয় যেমন রোধ করা যাবে, পরিবেশও রক্ষা পাবে৷ তাই আমরা সেচ পাম্পগুলো সব সোলারে নিয়ে যেতে কাজ করছি৷ এর জন্য অবশ্য একটু সময় লাগবে৷”

গ্রামীণ শক্তির প্রতিষ্ঠাতা দীপাল বড়ুয়া বলেন, বর্তমানে বাংলাদেশে ১৫ শতাংশ বা সোয়া ২ কোটি মানুষ ‘সোলার সিস্টেম’ ব্যবহার করেন৷ আগামী দুই বছরের মধ্যে এই সংখ্যা ২৫ শতাংশে বা ৪ কোটি মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷ তিনি সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘‘এতদিন এই উদ্যোগ ছিল বেসরকারি পর্যায়ে৷ এখন এটা জাতীয় উদ্যোগ৷ কারণ সরকার সংসদ সদস্য ও স্থানীয় সরকার পর্যায়ে যে টেস্ট রিলিফ (টিআর) বা কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) জন্য যে বরাদ্দ দিচ্ছে, তাতে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে৷ এর বাইরেও সরকার এক বা দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় আকারের প্যানেল স্থানের উদ্যোগ নিয়েছে৷ এর অর্থ হলো, সরকার এই দিকে এখন বেশ ভালোই মনোযোগ দিয়েছে বলে মনে হচ্ছে৷”

সৌর শক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রথম হবে এমনটাই প্রত্যাশা দীপাল বড়ুয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘‘বাংলাদেশে সূর্যের প্রখরতা অনেক বেশি৷ তাছাড়া অনেক বেশি সময় সূর্যের আলো যাওয়া যায়৷ ১৯৯৬ সালে এটি চালুর পর গত ২০ বছরে এর প্রসার অনেক বেড়েছে৷”

বর্তমানে বাংলাদেশে ৫০টি বড় প্রতিষ্ঠানসহ ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে৷ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে এই বিদ্যুতের ব্যবস্থা৷

শুধু অর্থ সাশ্রয় বা পরিবেশবান্ধবই নয়, নারীর ক্ষমতায়নেও কাজ করছে এই সৌর বিদ্যুৎ৷ কিভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে? এমন প্রশ্নের জবাবে দীপাল বড়ুয়া বলেন, ‘‘প্রতিটি সোলার প্যানেলে চার্জ কন্ট্রোলার লাগে৷ এগুলো তৈরি করছে নারীরা৷ পাশাপাশি সোলার প্যানেল চালানোর জন্য নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে৷ কারণ বাড়ির পুরুষরা নানা কাজে বাইরে থাকেন৷ বাড়িতে থাকেন নারীরা৷ ফলে এই প্যানেলটি তারাই দেখভাল করেন৷ আর ট্রেনিং প্রাপ্ত নারীরা শুধু নিজের বাড়ির সৌর প্যানেলই নয়, আশেপাশের বাড়ির প্যানেলগুলো সংস্কার করে অর্থ উপার্জন করছে৷ এই কাজে বিপুল সংখ্যক নারীর সম্পৃক্ততা রয়েছে৷”

জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেড প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তি পৌঁছে দিতে দারুণভাবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘প্রত্যন্ত গ্রামে যে ছোট আকারের ‘সোলার সিস্টেম’ স্থাপন করা যায়, সেটা তারাই প্রথম দেখিয়েছে৷ পরিবর্তিত পরিস্থিতিতে বড় আকারের সোলার প্যানেল স্থাপনের জন্য তারা কাজ করছে বলে উল্লেখ করেন তিনি৷