জলবিদ্যুতের পর এবার সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো কাপ্তাইয়ে
https://www.kalerkantho.com/online/country-news/2019/03/16/747813
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে ১৯৬২ সালে। নবায়নযোগ্য সে বিদ্যুৎকেন্দ্রটির পাশাপাশি এবার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজও সম্পন্ন হয়েছে কাপ্তাইয়ে। সৌরবিদ্যুৎ কেন্দ্রটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
উদ্বোধনের পর কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, সৌর শক্তির দ্বারা পরিচালিত কেন্দ্রটি থেকে ৭.৪মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
প্রকল্পটির পরিচালক (পিডি) মোঃ ফারুক জানান, সৌর শক্তি দ্বারা পরিচালিত কেন্দ্রটিতে ব্যয় করা হয়েছে ১১০ কোটি টাকা। আর প্রকল্পটির অর্থায়ন করেছে এডিবি। চলতি বছরের এপ্রিল মাসের যে কোন সময় প্রকল্পটি আনুষ্ঠানিব ভাবে উদ্বোধন করার কথা রয়েছে বলে যোগ করেন।
প্রকল্প পরিচালক বলেন, সংযোগ দেওয়ার পর পরই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। প্রকল্পটি থেকে উৎপাদিত ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ থেকে দুই মেগাওয়াট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করবে এবং বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।